Indian Bank Recruitment: ব্যাঙ্কে চাকরিই স্বপ্ন? সুবর্ণ সযোগ নিয়ে এল Indian Bank, শ্রীঘ্রই করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 18, 2023 | 8:30 AM

Indian Bank Recruitment: কর্মী নিয়োগ করছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ২৯ মে অবধি করা যাবে আবেদন।

Indian Bank Recruitment: ব্যাঙ্কে চাকরিই স্বপ্ন? সুবর্ণ সযোগ নিয়ে এল Indian Bank, শ্রীঘ্রই করুন আবেদন
প্রতীকী চিত্র

Follow Us

অনেক দিন ধরেই ব্য়াঙ্কের চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন? সুযোগের জন্যই অপেক্ষা করছিলেন হয়ত। এবার সেই অপেক্ষার অবসান। ব্য়াঙ্কের চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক । প্রোডাক্ট ম্যানেজার ও টিম লিড পদে নিয়োগ করবে এই ব্যাঙ্ক। উত্তর প্রদেশের লখনউ, মহারাষ্ট্রের মুম্বই, তামিল নাড়ুর চেন্নাই, পশ্চিমবঙ্গের কলকাতা, কর্নাটকের বেঙ্গালুরু, তেলঙ্গানার হায়দরাবাদ ও নয়া দিল্লিতে নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের ২৯ মে-র মধ্যে অফলাইনে করতে হবে আবেদন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।

নিয়োগকারী সংস্থা:

ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)

পদের নাম:

প্রোডাক্ট ম্যানেজার (Product Manager), টিম লিড (Team Lead)

শূন্যপদের সংখ্যা:

১৮ টি। ৫ টি পদে প্রোডাক্ট ম্যানেজার, ৭ টি পদে টিম লিড ও ৬ টি পদে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট

নিয়োগস্থল:

উত্তর প্রদেশের লখনউ, মহারাষ্ট্রের মুম্বই, তামিল নাড়ুর চেন্নাই, পশ্চিমবঙ্গের কলকাতা, কর্নাটকের বেঙ্গালুরু, তেলঙ্গানার হায়দরাবাদ ও নয়া দিল্লি

শিক্ষাগত যোগ্যতা:

ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে CA, B.E or B.Tech, M.E or M.Tech, MBA, M.Sc in IT, MCA সম্পন্ন করতে হবে।

বয়সসীমা:

আগ্রহী প্রার্থীদের বয়স ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন মূল্য:

এই পদে আবেদনের জন্য ১০০০ টাকা করে ফি দিতে হবে।

আবেদন পদ্ধতি:

অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Chief General Manager (CDO & CLO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin – 600014, Tamil Nadu

নির্বাচন পদ্ধতি:

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ:

২৯ মে

 

Next Article