অনেক দিন ধরেই ব্য়াঙ্কের চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন? সুযোগের জন্যই অপেক্ষা করছিলেন হয়ত। এবার সেই অপেক্ষার অবসান। ব্য়াঙ্কের চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক । প্রোডাক্ট ম্যানেজার ও টিম লিড পদে নিয়োগ করবে এই ব্যাঙ্ক। উত্তর প্রদেশের লখনউ, মহারাষ্ট্রের মুম্বই, তামিল নাড়ুর চেন্নাই, পশ্চিমবঙ্গের কলকাতা, কর্নাটকের বেঙ্গালুরু, তেলঙ্গানার হায়দরাবাদ ও নয়া দিল্লিতে নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের ২৯ মে-র মধ্যে অফলাইনে করতে হবে আবেদন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
নিয়োগকারী সংস্থা:
ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)
পদের নাম:
প্রোডাক্ট ম্যানেজার (Product Manager), টিম লিড (Team Lead)
শূন্যপদের সংখ্যা:
১৮ টি। ৫ টি পদে প্রোডাক্ট ম্যানেজার, ৭ টি পদে টিম লিড ও ৬ টি পদে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট
নিয়োগস্থল:
উত্তর প্রদেশের লখনউ, মহারাষ্ট্রের মুম্বই, তামিল নাড়ুর চেন্নাই, পশ্চিমবঙ্গের কলকাতা, কর্নাটকের বেঙ্গালুরু, তেলঙ্গানার হায়দরাবাদ ও নয়া দিল্লি
শিক্ষাগত যোগ্যতা:
ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে CA, B.E or B.Tech, M.E or M.Tech, MBA, M.Sc in IT, MCA সম্পন্ন করতে হবে।
বয়সসীমা:
আগ্রহী প্রার্থীদের বয়স ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন মূল্য:
এই পদে আবেদনের জন্য ১০০০ টাকা করে ফি দিতে হবে।
আবেদন পদ্ধতি:
অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Chief General Manager (CDO & CLO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin – 600014, Tamil Nadu
নির্বাচন পদ্ধতি:
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
২৯ মে