নয়া দিল্লি: নিয়োগ শুরু হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এ। অফিশিয়াল ওয়েবসাইট থেকে পুরো বিজ্ঞপ্তি দেখে অবিলম্বে আবেদন করতে পারেন। ২ হাজারেরও বেশি পদে হবে সেই নিয়োগ। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, অনলাইনেই আবেদন করা সম্ভব। ২৯ অগস্ট থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। যোগ্যতা থেকে নিয়োগের প্রক্রিয়া দেখে নিন একনজরে
যোগ্যতা
দশম শ্রেনি বা তার সমতুল্য যে কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকা জরুরি। প্রার্থীর বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।
নিয়োগের প্রক্রিয়া
বিজ্ঞপ্তি দেখে আবেদন করার পর তৈরি করা হবে মেরিট লিস্ট। প্রাপ্ত নম্বরের শতাংশের নিরিখে তৈরি হবে সেই তালিকা। এছাড়া আইটিআই পাশ হলে তার নম্বরও যুক্ত হবে।
আবেদনের মূল্য
১০০ টাকা দিয়ে আবেদন করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। rrccr.com- এই ওয়েবসাইটে বাকি তথ্য পাওয়া যাবে। ২৪০৯টি অ্যাপ্রেনটিস পদের জন্য এই নিয়োগ হবে।