নয়া দিল্লি: দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক আনল চাকরির সুযোগ। উচ্চপদে চাকরির প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। চাকরি পেলে বছরে প্রায় ৮৫ লক্ষ টাকা বেতন পেতে পারেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসবিআই-এর তরফ থেকে। কোথায়, কীভাবে আবেদন করবেন, যোগ্যতা কী প্রয়োজন, সব উল্লেখ করা হয়েছে। দেশের অন্যতম বড় ব্যাঙ্কে চাকরির সুযোগ হাতছাড়া করতে চাইবেন না প্রার্থীরা। তাই বেশি দেরি না করে অবিলম্বে আবেদন করুন।
শূন্যপদ- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের জন্য এই নিয়োগ হবে।
যোগ্যতা- পিজিডিএম অথবা পিজিডিবিএম অথবা এমবিএ বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি নিয়ে কোনও স্পেশালাইজেশন করা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
অভিজ্ঞতা- ব্যাঙ্কিং বা ইনভেস্টর রিলেশন অথবা কর্পোরেট ফিনান্স বিভাগে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করা, ফিনান্স মডেল তৈরি করার অভিজ্ঞতা, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও সেবি-র গাইডলাইন সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।
বেতন- ওই পদের জন্য বছরে ৮৫ লক্ষ টাকা বেতন ধার্য করা হয়েছে। এছাড়া বছরে ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। এছাড়া থাকবে মেডিক্লেমের সুবিধা। মাসে ৫০০০ টাকা করে মোবাইলের খরচও দেওয়া হবে।