HPL Recruitment : হলদিয়া পেট্রোকেমিক্যালে সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মিলবে চাকরি

HPL Recruitment : হলদিয়া পেট্রোকেমিক্যালে সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ ২০ অগস্ট।

HPL Recruitment : হলদিয়া পেট্রোকেমিক্যালে সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মিলবে চাকরি
প্রতীকী ছবি

| Edited By: অঙ্কিতা পাল

Aug 15, 2022 | 9:20 AM

রাজ্য়ের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যেই এবার মিলবে নিয়োগ। হলদিয়া পেট্রো কেমিক্যাল সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম :

হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড (Haldia Petrochemicals Limited)

পদের নাম :

সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। তবে শূন্য পদের সংখ্যা এখনও সেইভাবে নির্দিষ্ট করা হয়নি।

বেতন :

চুক্তি অনুযায়ী মিলবে বেতন।

নিয়োগস্থল :

পশ্চিমবঙ্গের হলদিয়ায় নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

HPL-র সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে এমবিবিএস পাস করতে হবে।

আবেদন মূল্য :

এর শূন্যপদে আবেদনের জন্য কোনও আবেদন মূল্য দিতে হবে না আগ্রহী প্রার্থীদের।

নির্বাচনের পদ্ধতি :

ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বেছে নেওয়া হবে।

আবেদন শুরুর তারিখ :

১০ অগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের শেষ তারিখ :

২০ অগস্ট অবধি করা যাবে আবেদন।

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন

অনলাইনে আবেদন জানাতে ক্লিক করুন

HPL-র সরকারি ওয়েবসাইট – haldiapetrochemicals.com