সদ্য যাঁরা স্নাতক পাশ করেছেন, চাকরি জগতে পা রাখবেন ভাবছেন তাঁদের জন্য বড় খবর। এক টেক সংস্থায় ফ্রেশারদের জন্য রয়েছে চাকরির সুযোগ। প্রশিক্ষক পদে নিয়োগ করছে উইপ্রো (Wipro)। এই পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক পাশ করতে হবে প্রার্থীদের। শর্টি লিস্টিং বা অ্যাসেসমেন্ট টেস্ট, অনলাইন বা ফেস-টু-ফেস ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অনলাইনেই এই পদে আবেদন করতে হবে প্রার্থীদের। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন।
নিয়োগস্থল:
ভারতের গুরুগ্রামের জন্য এই নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদের সংখ্যা:
১ টি প্রশিক্ষক পদে করা হচ্ছে নিয়োগ।
বেতন:
প্রশিক্ষক পদে বার্ষিক বেতন মিলবে ৩.৬ লক্ষ টাকা।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং, ব্যবসা বা অপারেশনে স্নাতক করতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
আবেদন প্রক্রিয়া :
অনলাইনেই আবেদন করতে হবে প্রার্থীদের। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীরা।
আবেদনমূল্য:
প্রার্থীদের থেকে কোনওরকম আবেদনমূল্য ধার্য করে না উইপ্রো।
আবেদনের শেষ তারিখ:
আবেদন করার শেষ তারিখ হল ৩০ জানুয়ারি। এর পর আর কোনও আবেদন গৃহীত হবে না।