শ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুলিশের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থার নাম:
কলকাতা পুলিশ (Kolkata Police)
পদের নাম:
ল্যাব টেকনিশিয়ান (Lab Technician) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা:
মোট ৮ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। ১ টি প্যাথোলজিস্টের পদ, ২ টি পদ কেমিস্টের জন্য, ১ টি পদ এক্স-রে টেকনিশিয়ানের, ৩ টি পদ ল্য়াব টেকনিশিয়ানের ও ১ টি পদে ল্যাব অ্যাটেনডেন্ট নিয়োগ করা হবে।
বেতন :
প্রতি মাসে প্যাথোলজিস্ট পাবেন ৫০ হাজার টাকা। কেমিস্ট পাবেন ৪০ হাজার টাকা। এক্স-রে টেকনিশিয়ান ও ল্য়াব টেকনিশিয়ান মাস গেলে পাবেন ২০ হাজার টাকা। ল্যাব অ্যাটেনডেন্ট প্রতি মাসে পাবেন ১৫ হাজার টাকা।
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের কলকাতায় নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ভিন্ন ভিন্ন পদের জন্য প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি, ডিপ্লোমা, স্নাতক, এম,এসসি, এমফিল, পিএইচ.ডি পাস করতে হবে।
প্য়াথোলজিস্ট পদের জন্য আবেদনকারীকে প্য়াথোলজিতে এমডি করতে হবে। কেমিস্ট পদের জন্য আবেদনকারীকে কেমিস্ট্রি/ ফিজিওলজি/ বায়োকেমিস্ট্রিতে এম.এসসি বা কেমিস্ট্রি/ ফিজিওলজি/ বায়োকেমিস্ট্রিতে এম.ফিল/ পিএইচ.ডি করতে হবে।
এক্স-রে টেকনিশিয়ান পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি পাস করতে হবে আবেদনকারীদের। এর পাশাপাশি ডিপ্লোমা ও রেডিয়োলজি ও টেকনোলজিতে ডিগ্রি করতে হবে। ল্যাব টেকনোলজিতে স্নাতক পাস করতে হবে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য। এছাড়া ল্য়াব অ্যাটেনডেন্ট পদে আবেদনের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে দ্বাদশ করতে হবে প্রার্থীকে।
বয়সসীমা:
২০২২ সালের ১ জুলাই অনুযায়ী এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছর হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বয়সে ছাড় থাকবে।
নির্বাচন পদ্ধতি:
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
৪ নভেম্বর অবধি করা যাবে আবেদন।
বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন