রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা তাড়াতাড়ি করুন আবেদন। ন্য়াশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্য়ান্ড এন্টেরিক ডিজিজের (National Institute of Cholera and Enteric Diseases) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২২ মার্চ রয়েছে ওয়াক-ইন ইন্টারভিউ। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
ন্য়াশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্য়ান্ড এন্টেরিক ডিজিজের (National Institute of Cholera and Enteric Diseases)
পদের নাম:
প্রজেক্ট জুনিয়র মেডিকেল অফিসার (Project Junior Medical Officer)
শূন্যপদের সংখ্যা:
মোট ৭ টি পদে নিয়োগ করা হচ্ছে। ১ টি পদে প্রজেক্ট জুনিয়র মেডিকেল অফিসার (Project Junior Medical Officer), ২ টি পদে প্রজেক্ট টেকনিশিয়ান (হেলথ অ্য়াসিসট্যান্ট) [Project Technician (Health Assistant)], ২ টি পদে টি পদে প্রজেক্ট টেকনিশিয়ান (ফিল্ড অ্য়াসিসট্যান্ট) [Project Technician (Field Assistant)] ও ১ টি পদে প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান (Project Laboratory Technician) নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
প্রজেক্ট জুনিয়র মেডিকেল অফিসার (Project Junior Medical Officer) পদে আবেদনের জন্য প্রার্থীদের MBBS পাশ করতে হবে।
প্রজেক্ট টেকনিশিয়ান (হেলথ অ্য়াসিসট্যান্ট) [Project Technician (Health Assistant)], প্রজেক্ট টেকনিশিয়ান (ফিল্ড অ্য়াসিসট্যান্ট) [Project Technician (Field Assistant)] পদে আবেদনের জন্য প্রার্থীদের দশম শ্রেণি পাশ করতে হবে।
প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান (Project Laboratory Technician) পদে আবেদনের জন্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে এবং ডিপ্লোমা করতে হবে।
বেতন:
প্রজেক্ট জুনিয়র মেডিকেল অফিসার (Project Junior Medical Officer) পদে মাসিক বেতন ৬০ হাজার টাকা।
প্রজেক্ট টেকনিশিয়ান (হেলথ অ্য়াসিসট্যান্ট) [Project Technician (Health Assistant)], প্রজেক্ট টেকনিশিয়ান (ফিল্ড অ্য়াসিসট্যান্ট) [Project Technician (Field Assistant)] পদে মাসিক বেতন ১৭ হাজার টাকা।
প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে মাসিক বেতন ১৮ হাজার টাকা।
বয়সসীমা:
প্রজেক্ট জুনিয়র মেডিকেল অফিসার (Project Junior Medical Officer) পদে প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
প্রজেক্ট টেকনিশিয়ান (হেলথ অ্য়াসিসট্যান্ট) [Project Technician (Health Assistant)], প্রজেক্ট টেকনিশিয়ান (ফিল্ড অ্য়াসিসট্যান্ট) [Project Technician (Field Assistant)] পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছর।
প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হলে
আবেদন করতে পারবেন।
আবেদনমূল্য:
কোনও ফি দিতে হবে না প্রার্থীদের।
নির্বাচন পদ্ধতি :
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
ইন্টারভিউয়ের দিন:
২৩ মার্চ হবে ইন্টারভিউ
ইন্টারভিউয়ের সময়:
প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল ১০ টার মধ্যে ICMR-National Institute of Cholera & Enteric Diseases (NICED II building within ID & BG Hospital Campus) P-33, C.I.T. Road, Scheme-XM, Beliaghata, Kolkata-700010 এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে আগ্রহী প্রার্থীদের
নিয়োগ সম্বন্ধে জানতে ক্লিক করুন