TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল
Jan 08, 2023 | 8:30 AM
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। রাজ্যেই হচ্ছে কর্মসংস্থান। শুধু তাই নয়। এবার তাঁদের সুযোগ রয়েছে সরকারি ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস পদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদের সংখ্যা ৮১। ১৫ টি শূন্যপদে গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস এবং ৬৬ টি শূন্যপদে টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস নিয়োগ করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস পদে আবেদনের জন্য প্রার্থীকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করতে হবে। আর টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস (ইলেকট্রিক্যাল) পদে আবেদনের জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতে হবে।
প্রতীকী ছবি
অনলাইনেই করতে হবে আবেদন। তবে কোনও আবেদনমূল্য নেওয়া হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন। এই পদে মাসিক বেতন মিলবে ৮ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা।