করোনা পর্বের পর থেকেই হাহাকার চাকরির বাজারে। অনেকেই চাকরি খুইয়ে খুঁজছেন নতুন সুযোগ আবার অনেকেই পড়াশোনা শেষে অপেক্ষায় রয়েছেন ভালো সুযোগের। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অভাব অভিযোগ থাকলেও কিছু নিয়োগের ব্যবস্থা অবশ্যই আছে। সম্প্রতি কোচবিহার জেলা পরিষদেও একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। স্নাতক উত্তীর্ণ যে কেউ এই পদগুলিতে আবেদন করতে পারবেন। এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কোচবিহার জেলা পরিষদের তরফে। তাতে ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কন্ট্রাকচ্যুয়াল কর্মী নিয়োগের কথা বলা হয়েছে।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর: যে কোনও বিভাগে স্নাতকরা আবেদন করতে পারবেন এই পদের জন্য। তবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন: জেলা পরিষদের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫০০০/- টাকা।
শূন্যপদ: ১টি
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী যে কেউ এই পদের জন্য আবেদনের যোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন: কোচবিহার জেলা পরিষদের নোটিফিকেশন অনুযায়ী ১৮০০০/- টাকা
শূন্যপদ: ১টি
ডাটা এন্ট্রি অপারেটর: যে কোনও বিভাগের স্নাতকরা এই পদের জন্য আবেদনের যোগ্য। তবে কোনও স্বীকৃত সংস্থার থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন জানার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
বেতন: জেলা পরিষদের নোটিফিকেশন অনুযায়ী ১১০০০/- টাকা
শূন্যপদ: ১টি
উপরিউক্ত প্রত্যেকটি পদের জন্য আবেদনকারীরা coochbehar.gov.in বা coochbeharzillapariahad/recruitment এ গিয়ে নিজের আবেদনপত্রটি জমা করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১.০৩.২০২২। কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগের সমগ্র পদ্ধতিটি সম্পাদিত হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। যেটি পরিচালনা করবে selection committee of BAY(PMAY-G), Cooch Behar