Recruitment News: বেতন হতে পারে ২ লক্ষের বেশি, কীভাবে এই চাকরির জন্য আবেদন করবেন

Recruitment News: মাস্টার মেরিনার পদে ১৭ জন ও চিফ ইঞ্জিনিয়ার পদে ২৬ জনকে নিয়োগ করা যাবে। এটাই দেশের সবথেকে বড় শিপিং কোম্পানি।

Recruitment News: বেতন হতে পারে ২ লক্ষের বেশি, কীভাবে এই চাকরির জন্য আবেদন করবেন
প্রতীকী ছবি।Image Credit source: Freepik

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 05, 2023 | 11:39 PM

নয়া দিল্লি: উচ্চ বেতনের চাকরির জন্য আবেদন করতে চান? সামনে এসেছে সেই সুযোগ। শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড-এর তরফে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাস্টার মেরিনার বা চিফ ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। ১১ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

মাস্টার মেরিনার পদে ১৭ জন ও চিফ ইঞ্জিনিয়ার পদে ২৬ জনকে নিয়োগ করা যাবে। এটাই দেশের সবথেকে বড় শিপিং কোম্পানি।

বয়স

বয়সের উর্ধ্বসীমা ৪৫ বছর।

যোগ্যতা

তিন বছর সমুদ্রে কাটানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া FG COC-তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের শংসাপত্র থাকতে হবে।

বেতন

যাঁরা চাকরি পাবেন, তাঁদের মধ্যে সিনিয়র ম্যানেজার গ্রেডে বেতন হবে ৮০ হাজার থেকে ২ লক্ষ ২০ হাজার। এছাড়া ৩ শতাংশ বেতন বৃদ্ধি হবে।

পোস্টিং

চাকরি পেলে পোস্টিং হবে মুম্বইতে। পরবর্তীতে যে দেশের কোনও আঞ্চলিক অফিসে বদলি করা হতে পারে।

কীভাবে হবে নিয়োগ

ইন্টারভিউতে থাকবে ২৫ নম্বর। অভিজ্ঞতার জন্য দেওয়া হবে ১০ নম্বর, অন্যান্য যোগ্যতার জন্য দেওয়া হবে ৫ নম্বর। মোট ৪০ নম্বরে হবে পরীক্ষা।