মেটা, গুগল, টুইটার- একের পর এক সংস্থায় ছাঁটাই হয়েছে সম্প্রতি। কার্যত মাথায় বাজ পড়েছে তথ্য ও প্রযুক্তি সংস্থার কর্মীদের। তবে এসবের মধ্যেও রয়েছে একটা সুখবর। অ্যাক্সট্রিয়া ইনক নামে এক মার্কিন সংস্থা ভারতীয়দের নিয়োগ করছে। ভারতের অফিসে বিভিন্ন বিভাগে প্রায় ১০০০ কর্মী নিয়োগ করা হচ্ছে। ডেটা সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডেটা ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হচ্ছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, গুরুগ্রাম, বেঙ্গালুরু, নয়ডার পুরনো অফিসেই শুধুমাত্র নিয়োগ হচ্ছে না, নিয়োগ করা হচ্ছে পুনে, হায়দরাবাদের মতো নতুন অফিসেও। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৮ থেকে ৯ মাসের মধ্য়েই এই ১০০০ শূন্যপদে নিয়োগ করা হবে।
চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এআই প্রযুক্তির বিস্তার আরও বাড়াতে এই নিয়োগ করতে চায় এই সংস্থা। আগামী ২ বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও নিয়োগ করা হবে। আইআইটি-গুলিক সঙ্গেও কথা চলছে সংস্থার। বর্তমানে সংস্থার বিভিন্ন শাখায় কাজ করেন ৩০০০ বিশেষজ্ঞ।
এই সংস্থার মূল উদ্দেশ্য হল চিকিৎসা বিজ্ঞানে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ব্যবহার করে আরও উন্নতি করা। সংস্থার অন্যতম কর্নধার মনীশ মিত্তল জানিয়েছেন, গোটা বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নয়া প্রযুক্তির বিস্তার বাড়ানো। তার জন্য সংস্থা বিপুল বিনিয়োগ করছে।