AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Government Job Vacancy: মোটা টাকা বেতন, পাহাড়ের কোলে সরকারি দফতরে নিচ্ছে কর্মী

Government Job Vacancy: https://kalimpong.gov.in/ ওয়েবসাইটে নোটিস সেকশনের নিয়োগ অংশে ক্লিক করলেই এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে। তাতে বলা হয়েছে, দু'টি ধাপে নিয়োগ প্রক্রিয়া হবে। প্রথমে কম্পিউটার টেস্ট-সহ একটি লিখিত পরীক্ষা।

Government Job Vacancy: মোটা টাকা বেতন, পাহাড়ের কোলে সরকারি দফতরে নিচ্ছে কর্মী
প্রতীকী ছবিImage Credit: Tv9 Graphics
| Updated on: Sep 01, 2025 | 3:29 PM
Share

কালিম্পং: পাহাড়ের কোলে কর্মখালি। যাবেন নাকি? বেসরকারি নয়, একেবারে ‘সরকারি চাকরি’। কিন্তু ঘর ছেড়ে যেতে হবে একটু দূর। যেতে হবে সুদূর কালিম্পং। সেখানেই স্বচ্ছ ভারত অভিযান গ্রামীণ সেলে নেওয়া হচ্ছে চুক্তি ভিত্তিক জেলা সমন্বায়ক বা District Co-Ordinator। যার বেতন মোট ২৭ হাজার টাকা।

কতদিন পর্যন্ত রয়েছে আবেদনের সময়সীমা?

নিয়োগ সংক্রান্ত নোটিস তরফে জানা গিয়েছে, সেই বিজ্ঞপ্তি প্রকাশের দিন অর্থাৎ ২৯ অগস্ট থেকে আগামী ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। যারা এই কাজে যোগ দিতে ইচ্ছুক, তাদের সরাসরি অফিসে গিয়ে আবেদন পত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, কালিম্পং ব্লক ১, লাভা ব্লক, পেডং ব্লক, গরুবাথান ব্লকের বিডিও অফিসে গিয়ে আবেদন জমা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।

কতটা যোগ্যতা প্রয়োজন?

জানা গিয়েছে, এই জেলা সমন্বায়কের পদে একজনকেই নেওয়া হবে। আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্য়তা স্নাতকোত্তর অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। তাও যে কোনও বিষয়ে থাকলেই হবে না। জনস্বাস্থ্য, গ্রামোন্নয়ন কিংবা সোশ্যাল ওয়ার্কের মতো সাবজেক্টে এই ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, কমিউনিটি বা গোষ্ঠী ভিত্তিক কাজে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কীভাবে হবে নিয়োগ?

https://kalimpong.gov.in/ ওয়েবসাইটে নোটিস সেকশনের নিয়োগ অংশে ক্লিক করলেই এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে। তাতে বলা হয়েছে, দু’টি ধাপে নিয়োগ প্রক্রিয়া হবে। প্রথমে কম্পিউটার টেস্ট-সহ একটি লিখিত পরীক্ষা। তাতে যারা উত্তীর্ণ হবেন, তাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। এরপর দুই ধাপের নম্বর জুড়ে প্রকাশিত হবে চূড়ান্ত মেধা তালিকা।

কী বিষয়ে পরীক্ষা নেওয়া হবে?

বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে মাধ্যমিক স্তরের নেপালি, ইংরেজি, রিজনিং, জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটারে দক্ষতা। এই ভিত্তিতেই হবে প্রথম ধাপের পরীক্ষা। তারপর যার এই ধাপে উত্তীর্ণ হবেন, তাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য।