
রাজ্যে কেন্দ্রীয় সরকারি সংস্থায় নিয়োগ করা হচ্ছে। কলকাতায় শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে (Syama Prasad Mookherjee Port) ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

১ টি শূন্যপদের জন্যই করা হচ্ছে নিয়োগ। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করতে হবে।

প্রার্থীরা অফলাইনেই এই শূন্যপদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের।

আবেদন করার শেষ তারিখ ৫ জানুয়ারি। কোনও লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

এই পদে মাসিক বেতন মিলবে ৪৩ হাজার ২০০ টাকা থেকে ৬৬ হাজার টাকা।