Post Office Recruitment: মাধ্যমিক পাসে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, চাকরি পেলেই মিলবে মোটা বেতন

Post Office: সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মেল মোটর সার্ভিসের আওতায় গাড়ি চালক হিসেবে কর্মী নিয়োগ করা হবে। ১২ অগস্ট অবধি এই পদে আবেদন করা যাবে।

Post Office Recruitment: মাধ্যমিক পাসে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, চাকরি পেলেই মিলবে মোটা বেতন
ছবি- প্রতীকী চিত্র

| Edited By: অরিজিৎ দে

Aug 05, 2022 | 8:09 PM

কর্মসংস্থান এখনকার দিনে অন্যতম বড় সমস্যা। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়ে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় পোস্ট অফিস (Post Office Recruitment)। সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মেল মোটর সার্ভিসের আওতায় গাড়ি চালক হিসেবে কর্মী নিয়োগ করা হবে। ১২ অগস্ট অবধি এই পদে আবেদন করা যাবে। মোট ১৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। এর পাশাপাশি বৈধ গাড়ি চালনার লাইসেন্স থাকা বাধ্যথামূলক। এই পদে আবেদনের জন্য ৩ বছরের অভিজ্ঞতাও প্রয়োজন।

বয়স: আবেদনকারীদের বয়স ১২/০৮/২০২২ অনুযায়ী ৫৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন: ১৯,৯০০ টাকা বেতন পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি: ফর্ম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে।

আবেদন পাঠানোর ঠিকানা: THE SENIOR MANAGER (JAG) ,MAIL MOTOR,NO.37, GREAMS ROAD, CHENNAI , PIN- 600006

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন