বীরভূম জেলা শিশু সুরক্ষা দফতরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেস ওয়ার্কায় পদে নতুন করে নিয়োগ করা হবে। ২৫ জুলাই অবধি এই পদে আবেদন করা যাবে। birbhum.gov.in ওয়েবসাইটে গিয়ে এই পদে আবেদন করা যাবে। আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং যাবতীয় বিবরণ এক নজরে দেখে নেওয়া যাক…
শিক্ষাগত যোগ্যতা: যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে থাকতে হবে। এছাড়া কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পজে আবেদনের জন্য বাংলা বলতে ও লিখতে জানতে হবে। সংশ্লিষ্ট পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক।
বয়স: আবেদনকারীর বয়স ০১/০১/২০২২ এর হিসেবে ১৮ থেকে ৪৫ বছরের বয়স হতে হবে।
বেতন: এই পদের জন্য ১৫ হাজার টাকা বেতন মিলবে। সব মিলিয়ে মোট ১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: birbhum.gov.in ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এরপর ফর্ম জমা দিতে হবে।
বিস্তারিত জানতে এবং বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।