করোনা পরিস্থিতির পর থেকেই গোটা দেশে কর্মসংস্থানে ঘাটতি দেখা গিয়েছিল। তবে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য এবার বড় ঘোষণা, রাজ্য স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়ার্ডেন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩০ জুন অবধি এই পদে আবেদন করা যাবে। এই পদে নিয়োগের জন্য কী কী যোগত্যা প্রয়োজন, এক নজরে দেখে নেওয়া যাক…
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে ৮৫ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়স: এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ০১/০১/২০২২ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: এই পদের জন্য প্রতি মাসে ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা করে বেতন দেওয়া হবে।
শূন্যপদ: স্ত্রী-পুরুষ মিলিয়ে সব মিলিয়ে মোট ১৬৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদন ফি: এই পদে আবেদনের জন্য ১৬০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি: শুধুমাত্র অনলাইনেই এই পদে আবেদন করা যাবে। আবেদন করার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।