NCDC Recruitment: কোনও লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ কেন্দ্রীয় সংস্থায়, মাসিক বেতন ৫০ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 04, 2023 | 8:20 AM

1 / 5
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

2 / 5
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

3 / 5
এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের মার্কেটিংয়ে এমবিএ করতে হবে প্রার্থীদের। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।

এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের মার্কেটিংয়ে এমবিএ করতে হবে প্রার্থীদের। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।

4 / 5
এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের। ইমেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে প্রার্থীদের। ২০২৩ সালের ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থীদের করতে হবে আবদেন।

এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের। ইমেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে প্রার্থীদের। ২০২৩ সালের ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থীদের করতে হবে আবদেন।

5 / 5
ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন ঠিক হয়েছে ১৩ জানুয়ারি। সেদিন Bungalow Office of the CMOH, 11, Dr. P.K. Banerjee Road, Lichubagan, Howrah-711101 (Near Mallikphatak, Between Correctional Home (Jail), & BSNL Office) এই ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছে যেতে হবে প্রার্থীদের। বিস্তারিত জানতে  wbhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।

ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন ঠিক হয়েছে ১৩ জানুয়ারি। সেদিন Bungalow Office of the CMOH, 11, Dr. P.K. Banerjee Road, Lichubagan, Howrah-711101 (Near Mallikphatak, Between Correctional Home (Jail), & BSNL Office) এই ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছে যেতে হবে প্রার্থীদের। বিস্তারিত জানতে wbhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।

Next Photo Gallery