নয়াদিল্লি: ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টিল অথোরিটি অব ইন্ডিয়া লিমিটেড বা সেল। ম্যানেজোরিয়াল বিভিন্ন পদে মোট ৪১ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে। তার পর কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। কোন পদের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে তা বিস্তারিত উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
অ্যাসিস্ট্যান্ট জেনারাল ম্যানেজার (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল এবং সিভিল) পদে ৭ জনকে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট জেনারাল ম্যানেজার (প্রোজেক্ট) ৫ জনকে নিয়োগ করা হবে। ম্যানেজার (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল এবং সিভিল) পদে ১২ জন, ম্যানেজার (মেটালার্জি) পদে ২ জন, ম্যানেজার (মেকানিক্স-হাইড্রলিক্স) পদে ২ জন, ম্যানেজার (ইনফরমেশন টেকনোলজি) পদে ৩ জন, ম্যানেজার (মাইনস) পদে ৩ জন, ম্যানেজার (প্রোজেক্ট) পদে ৫ জন, ডেপুটি ম্যানেজার পদে ১ জন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জিওলজি) পদে ১ জনকে নিয়োগ করা হবে।
সেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সাধারণ, ওবিসি আবেদনকারীদের ৭০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এসসি, এসটি ক্যাটিগরির পরীক্ষার্থীদের ২০০ টাকা আবেদন ফি দিতে হবে। গত বছর ১৫ ডিসেম্বর থেকেই এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি।