
নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। পুজোর আগেই চাকরি সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এসবিআই-র তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। মোট ১০৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ৬ সেপ্টেম্বর থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১০৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আর্মারার ও কন্ট্রোল রুম অপারেটর হিসাবে কর্মী নিয়োগ করা হবে। ৮৯টি পদ কন্ট্রোল রুম অপারেটরের এবং বাকি ১৮টি পদ আর্মারারের জন্য। অবসরপ্রাপ্ত কর্মী, প্রাক্তন দমকলকর্মী, প্রাক্তন সিএপিএফ-রা এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া-
এই শূন্যপদে নিয়োগের জন্য ১০০ নম্বরের অনলাইন পরীক্ষা ও ২৫ নম্বরের ইন্টারভিউ হবে। আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে এই পরীক্ষা হতে পারে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে ন্য়ূনতম বয়স ২০ বছর ধার্য করা হয়েছে। আবেদনের সর্বাধিক বয়সসীমা ৪৫ বছর। কন্ট্রোল রুম অপারেটর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৮ বছর ধার্য করা হয়েছে। দমকলকর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর ধার্য করা হয়েছে।