
নয়া দিল্লি: ব্যাঙ্কে চাকরির ইচ্ছে? অথচ চাকরির খোঁজই পাচ্ছেন না। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে ভাল খবর। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কেই চলছে নিয়োগ। এর জন্য কোনও লিখিত পরীক্ষাও দিতে হবে না। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চলছে নিয়োগ। আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন-
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে কনকারেন্ট অডিটর পদে নিয়োগ চলছে। মোট ১১৯৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। তবে অবসরপ্রাপ্ত এসবিআই কর্মী বা অন্য ব্যাঙ্কের কর্মীদেরই এই শূন্যপদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৫।
এই নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। ব্যাঙ্কের শর্ট লিস্টিং কমিটিই আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেবে। ১০০ নম্বরের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
এক বছরের চুক্তিতে মোট ৩০ দিনের ছুটি পাওয়া যাবে। এছাড়া রবিবার ও পাবলিক হলিডে-তে ছুটি পাওয়া যাবে।