
প্রতীকী ছবি
নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SCO) পদের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট, sbi.co.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ১ জুন থেকে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। ২১ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে সংস্থায় মোট ২৮টি শূন্যপদ পূরণ করা হবে।
শূন্যপদের বিবরণ
সহ-সভাপতি- ১টি
সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ (প্রোগ্রাম ম্যানেজার)- ৪টি
সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ (কোয়ালিটি অ্যান্ড ট্রেইনিং)- ১টি
সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ (কমান্ড সেন্টার)- ৩টি
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড (মার্কেটিং)- ১টি
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং)/ চিফ ম্যানেজার (মার্কেটিং)- ১৮টি
যোগ্যতার মানদণ্ড
বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা রাখা হয়েছে। এখানে এসবিআই স্পেশালিস্ট ক্যাডার অফিসারের বিস্তারিত
বিজ্ঞপ্তি ১ এবং বিস্তারিত
বিজ্ঞপ্তি ২-এর লিঙ্ক দেওয়া হল। যে প্রার্থীরা আবেদন করতে চাইছেন, তাঁরা এই লিঙ্কগুলিতে ক্লিক করে এর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা দেখে নিতে পারবেন।
বাছাই প্রক্রিয়া
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) / চিফ ম্যানেজার (মার্কেটিং)-এর মতো নিয়মিত পদগুলির জন্য বাছাই করা হবে শর্ট-লিস্টিং এবং ইন্টারভিউ-এর মাধ্যমে। চুক্তিভিত্তিক পদগুলির জন্য বাছাই করা হবে প্রথমে শর্ট-লিস্টিং তারপর ইন্টারভিউ এবং সবশেষে সিটিসি (CTC) আলোচনার মাধ্যমে।
আবেদনের মূল্য
জেনারেল ক্যাটেগরি, অর্থনৈতিকভাবে দুর্বল অংশ (EWS), অন্যান্য অনগ্রসর জাতির (OBC) প্রার্থীদের আবেদনের মূল্য ৭৫০ টাকা। এটি অফেরতযোগ্য। তবে, তফসিলি জাতি (SC), তফসিলি জাতি (ST) এবং বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীদের কোনও আবেদনের মূল্য লাগবে না।