
নয়া দিল্লি: অবসরের পরও সরকারি চাকরির সুযোগ মিলতে পারে। এবার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিকদের ফের চাকরির সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিকদের Resolver পদে নিয়োগ করা হবে। মোট ৯৪টি শূন্যপদ রয়েছে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই। তবে সব ব্যাঙ্কের কর্মীরা এই সুযোগ পাবেন না। কেবল স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিকেরাই এই সুযোগ পাবেন। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আগ্রহীরা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এর মাধ্যমে আবেদন করতে পারেন।
যোগ্যতা
স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিকদের কাজের অভিজ্ঞতা, দক্ষতা, সিস্টেম এবং কার্যক্রম সম্পর্কে তাঁদের গভীর জ্ঞান, সর্বোপরি প্রফেশনাল দক্ষতার উপর ভিত্তি করেই পুনরায় নিয়োগ দেওয়া হবে।
বয়স
অবসরপ্রাপ্ত আধিকারিক বলতেই স্পষ্ট, ষাটোর্ধ্ব ব্যক্তিদের Resolver পদে নিয়োগ করা হবে। তবে কোনও ঊর্ধ্বসীমা নেই।
আবেদন ফি
Resolver পদের জন্য কোনও আবেদন ফি ধার্য করা হয়নি।
নির্বাচন প্রক্রিয়া
কেবল ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। তবে রেজিস্ট্রেশনের সময় বয়স, পরিচয়ের প্রমাণপত্র-সহ এসবিআই-তে চাকরি করার বিস্তারিত তথ্য আপলোড করতে হবে। প্রার্থী বাছাইয়ের সময় সেগুলি খতিয়ে দেখা হবে।