
উচ্চ পদে কর্মী নিয়োগ করছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (Serious Fraud Investigation Office)। অ্যাসিসট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ করা হবে। তেলঙ্গানার হায়দরাবাদ, তামিল নাড়ুর চেন্নাই, মহারাষ্ট্রের মুম্বই ও পশ্চিমবঙ্গের কলকাতার জন্য করা হবে নিয়োগ। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-
নিয়োগকারী সংস্থা:
সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (Serious Fraud Investigation Office)
পদের নাম:
অ্যাসিসট্যান্ট ডিরেক্টর (Assistant Director), ডেপুটি ডিরেক্টর (Deputy Director) পদে নিয়োগ করা হবে
শূন্যপদের সংখ্যা:
৪০
শিক্ষাগত যোগ্যতা:
বিভিন্ন পদে নিয়োগের জন্য বিভিন্ন যোগ্যতা পূরণ করতে হবে প্রার্থীদের। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ৫৬ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করা হবে ২০২৩ সালের ৩০ মে অনুযায়ী।
আবেদনমূল্য:
কোনও আবেদন ফি দিতে হবে না
নির্বাচন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে
আবেদন পদ্ধতি:
প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
The Director, Serious Fraud Investigation Office, Pt. Deendayal Antyodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi-110003
আবেদনের শেষ তারিখ:
৩০ মে পর্যন্ত করা যাবে আবেদন
নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন