নয়া দিল্লি: সেনাবাহিনীতে চাকরির সুযোগ। সাউর্থান কম্যান্ড (আর্মি)-তে চলছে কর্মী নিয়োগ। এমটিএস সহ একাধিক পোস্টে মোট ২৪টি পদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ সেপ্টেম্বর থেকে এই শূন্যপদে কর্মী নিয়োগের আবেদন করা হবে। এই পদে আবেদন পাঠানোর শেষ তারিখ ৮ অক্টোবর। আগ্রহী আবেদনকারীরা সাউর্থান কম্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.hqscrecruitment.in- এ গিয়ে আবেদন জানাতে পারবেন।
সাউর্থান কম্য়ান্ডের সদর দফতরে কর্মী নিয়োগ করা হবে। সেনার তরফে জানানো হয়েছে, মোট ২৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্য়ে ১৩টি শূন্যপদে এমটিএস (মেসেঞ্জার) হিসাবে নিয়োগ করা হবে। এছাড়া তিনটি পদ এমটিএস( ড্রাফ্টারি), ২টি পদ রাঁধুনি বা কুকের জন্য, ২টি পদ ওয়াসারম্যান, একটি পদ এমটিএস গার্ডেনারের জন্য ধার্য করা হয়েছে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদন করার জন্য বয়সসীমা ১৮ বছর থেকে ২৫ বছর ধার্য করা হয়েছে।
পরীক্ষা-
এই শূন্য়পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। জেনারেল ইন্টেলিজেন্স, রিসনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি ও কমপ্রিহেনশন সহ বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা পাশ করবেন, তাদের স্কিল টেস্ট নেওয়া হবে।