SSB Recruitment 2023: স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে চাকরির দারুণ সুযোগ, আবেদন করুন এইভাবে
SSB Recruitment 2023: গত ১০ মে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আগামী ১০ জুন অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।
নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সীমা সুরক্ষা বল (Seema Suraksha Bal) বা এসএসবি-তে চলছে কর্মী নিয়োগ। কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগের তরফে কন্সটেবল ও ট্রেডম্যান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। জানা গিয়েছে, মোট ৫৪৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে স্থায়ী পদে নয়, চুক্তির ভিত্তিতে এই শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা এসএসবি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন।
স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) অধীনে সীমা সুরক্ষা বলে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। দেশের যে কোনও প্রান্তের বাসিন্দাই এই শূন্যপদে আবেদন করতে পারেন। এসএসবি-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই এই শূন্যপদে আবেদন করা যাবে। অন্য় কোনও মাধ্য়মে আবেদন করা হলে, সেই আবেদন গৃহীত হবে না। এসএসবি-র বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে শূন্যপদে আবেদন করতে হবে। গত ১০ মে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আগামী ১০ জুন অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।
শূন্যপদ-
কন্সটেবল পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৫৪৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দশম শ্রেণি পাস হতে হবে।
বয়সসীমা-
এই শূন্য়পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন-
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা হবে।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি দিতে হবে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে। তবে কেবল সাধারণ, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের এই আবেদন ফি দিতে হবে।