নয়া দিল্লি: আজ, ৩১ ডিসেম্বরই দশম পাশ যুবকদের আধাসামরিক বাহিনীতে চাকরির আবেদন করার শেষ সুযোগ। স্টাফ সিলেকশন কমিশন (SSC) আজই এসএসসি না ক জিডি কনস্টেবল নিয়োগ ২০২৩-এর জন্য আবেদন করার উইন্ডো বন্ধ করবে। ফলে মাধ্যমিক পাশ যুবকরা এখনও পর্যন্ত আবেদনরে থাকলে শীঘ্রই আবেদন করুন। অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ২৪ ডিসেম্বর, ২০২৩ থেকে শুরু হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, সমস্ত সফল আবেদনকারী আবেদনপত্র ৪ জানুয়ারি, ২০২৪ থেকে ৬ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত সংশোধন করতে পারবেন।
শূন্যপদ
স্টাফ সিলেকশন কমিশন এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ ২০২৩-এর মাধ্যমে মোট ২৬,১৪৬টি পদে নিয়োগ করবে, যার মধ্যে BSF-এর ৬,১৭৪টি, CISF-এর ১১,০২৫টি, SSF-এর ২৯৬টি, SSB-এর ৬৩৫টি, ITBP-এর ৩,১৮৯টি এবং অসমের মোট ১,৪৯০টি পদ রয়েছে।
আবেদন ফি কত?
এসএসসি জিডি কনস্টেবল পদের জন্য সাধারণ এবং ওবিসি বিভাগের প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। SC, ST, প্রাক্তন-সার্ভিসম্যান, মহিলাদের আবেদন ফি লাগবে না। প্রার্থীরা অনলাইনে (ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং) মোড ও অফলাইন (চালান) মোডের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারেন।
এভাবে আবেদন করুন
১) প্রথমে SSC ssc.nic.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) হোম পেজে দেওয়া Apply ট্যাবে ক্লিক করুন।
৩) ফোন নম্বর এবং মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৪) এবার আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ লিখুন।
৫) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৬) অনলাইনে আবেদন ফি পরিশোধ করুন এবং জমা দিন।
নিয়োগ পরীক্ষা কবে হবে?
কমিশনের জারি করা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এসএসসি জিডি নিয়োগ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা পরীক্ষার ৪-৫ দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড প্রকাশের পর আবেদনপত্রের নম্বর এবং জন্ম তারিখ লিখে সেটি ডাউনলোড করতে হবে।
আরও বিস্তারিত জানতে প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে জারি করা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।