SSC CHSL 2025: আর সময় নেই! SSC ফর্ম ফিলাপ করেছেন? শেষ তারিখ তো…জানুন পরীক্ষার সব খুঁটিনাটি

SSC CHSL 2025: যোগ্য প্রার্থীরা SSC-র অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in -এ গিয়ে আবেদনপত্র পূরণ ও জমা দিতে পারবেন। কবে শেষ তারিখ? এই প্রতিবেদনে জানুন পরীক্ষার সব খুঁটিনাটি।

SSC CHSL 2025: আর সময় নেই! SSC ফর্ম ফিলাপ করেছেন? শেষ তারিখ তো...জানুন পরীক্ষার সব খুঁটিনাটি

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Jul 07, 2025 | 5:01 PM

খুব শীঘ্রই হবে স্টাফ সিলেকশন কমিশনের (SSC) পরীক্ষা। জানা যাচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) পরীক্ষার মাধ্যমে Lower Division Clerk (LDC), Junior Secretariat Assistant (JSA), Postal Assistant (PA), Sorting Assistant (SA) এবং Data Entry Operator (DEO) পদে নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়েছে ইতিমধ্যেই। যোগ্য প্রার্থীরা SSC-র অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in -এ গিয়ে আবেদনপত্র পূরণ ও জমা দিতে পারবেন। কবে শেষ তারিখ? এই প্রতিবেদনে জানুন পরীক্ষার সব খুঁটিনাটি।

১। অনলাইন আবেদনপত্র জমার শেষ তারিখ ১৮ জুলাই ২০২৫।

২। অনলাইন ফি জমার শেষ তারিখ ১৯ জুলাই ২০২৫।

৩। আবেদনের সংশোধনের সময়কাল (কারেকশন উইন্ডো) ২৩ জুলাই থেকে ২৪ জুলাই ২০২৫।

৪। এই নিয়োগ প্রক্রিয়ায় ৩,০০০-রও বেশি শূন্যপদ পূরণ করা হবে বিভিন্ন বিভাগে। নির্বাচন হবে Tier I, Tier II (Section I, II এবং III) পরীক্ষার মাধ্যমে।

SSC CHSL 2025 পরীক্ষার জন্য কীভাবে আবেদন করবেন?

অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in গিয়ে ‘SSC CHSL registration’ অনলাইন লিঙ্কে ক্লিক করুন। একটি নতুন লগইন পেজে চলে যাবে। প্রথমে নাম, মোবাইল, ইমেল ইত্যাদি দিয়ে নিজেকে রেজিস্ট্রেশন করুন। এরপর আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন, ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করুন।

আবেদন ফি:

সাধারণ পরীক্ষার্থীদের জন্য আবেদনের ফি মাত্র ১০০ টাকা।
মহিলা প্রার্থীদের জন্য এবং SC, ST, PwBD, প্রাক্তন সেনা (ESM) কর্মীদের আবেদন করার জন্য কোনও ফি দিতে হবে না।

যোগ্যতা (Educational Qualification):

সকল পদের জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ১০+২ (ইন্টারমিডিয়েট) পাশ হতে হবে।

১। Lower Division Clerk (LDC) এবং Junior Secretariat Assistant (JSA) – ১০+২ পাশ।

২। Postal Assistant (PA), Sorting Assistant (SA)-এর জন্য – ১০+২ পাশ হতে হবে।

৩। Data Entry Operator-এর জন্য – ১০+২ পাশ হতে হবে।

কতগুলো পদে নিয়োগ হবে?

বর্তমানে মোট ৩১৩১টি শূন্যপদ নির্ধারিত রয়েছে, যা প্রাথমিক সংখ্যা (tentative)। বিভাগ ও শ্রেণিভিত্তিক চূড়ান্ত শূন্যপদের তালিকা SSC-র ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে।

আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালভাবে পড়ে নেবেন। নিয়মিত আপডেটের জন্য SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।