SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগ, রয়েছে অনেকগুলি শূন্যপদ, আবেদন করুন

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ৬৬৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগ, রয়েছে অনেকগুলি শূন্যপদ, আবেদন করুন
ছবি- প্রতীকী চিত্র

| Edited By: অরিজিৎ দে

Sep 01, 2022 | 8:00 AM

যে সব চাকরি প্রার্থীরা ব্যাঙ্কে চাকরি করতে আগ্রহী, তাদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের সেরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ৬৬৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদের আবেদন পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক…

আবেদন ফি: এই পদের জন্য ৭৫০ টাকা আবেদন ফি লাগবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।

কীভাবে আবেদন করবেন?

  1. প্রথমেই sbi.co.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. সেখানে গিয়ে Careers-এ ক্লিক করতে হবে।
  3. এবার Join SBI এবং তারপর current openings এ ক্লিক করুন।
  4. এবার “RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS IN SBI ON CONTRACT BASIS FOR WEALTH MANAGEMENT BUSINESS.” লেখা লিঙ্কে ক্লিক করুন।
  5. ক্লিক করার পর Apply Online এ ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
  6. প্রয়োজনীয় নিজের যাবতীয় নথি আপলোড করুন।
  7. নথি আপলোড করার পর অনলাইনে আবেদন ফি জমা দিন।
  8. এবার স্টেট ব্যাঙ্কের আবেদন ফর্ম ভবিষ্যতে ব্যবহারের জন্য ডাউনলোড করে রাখুন।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন