SBI Recruitment 2023: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে ২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ, স্নাতক হলেই করুন আবেদন

SBI Recruitment 2023: এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্য়ালয় বা সমতুল্য় প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। যারা স্নাতক স্তরের শেষ বর্ষ বা সেমেস্টারে রয়েছেন, তারাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

SBI Recruitment 2023: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে ২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ, স্নাতক হলেই করুন আবেদন
ফাইল চিত্রImage Credit source: Twitter

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 09, 2023 | 7:40 AM

নয়া দিল্লি: আপনি যদি ব্যাঙ্কে চাকরি করতে চান, তবে আপনার জন্য রয়েছে সুখবর। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। স্টেট ব্য়াঙ্কের তরফে প্রোবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর।

স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট ২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রোবেশনারি অফিসার হিসাবে নিয়োগ করা হবে। আগামী নভেম্বর মাসে এই শূন্যপদে নিয়োগ পরীক্ষা হতে চলেছে।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্য়ালয় বা সমতুল্য় প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। যারা স্নাতক স্তরের শেষ বর্ষ বা সেমেস্টারে রয়েছেন, তারাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া-

প্রিলিমিনারি ও মেইন- দুই ধাপে পরীক্ষা হবে। যারা মেইন পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউ নেওয়া হবে এবং তার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

আবেদন ফি-

এই শূন্য়পদে আবেদনের জন্য় আবেদনকারীদের ৭৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।