
নয়া দিল্লি: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এসবিআইয়ের তরফে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আগ্রহী আবেদনকারীরা সরাসরি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in- এ গিয়ে আবেদন করতে পারেন। ১৬ সেপ্টেম্বর থেকে এই শূন্যপদে আবেদনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট ৪৪২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- ১৬ সেপ্টেম্বর থেকে শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর।
পরীক্ষার তারিখ- চলতি বছরের ডিসেম্বর মাসে বা ২০২৪ সালের জানুয়ারি মাসে এই শূন্যপদে নিয়োগের অনলাইন পরীক্ষা হতে পারে। কয়েকটি পদের ক্ষেত্রে পরবর্তী ধাপে ইন্টারভিউ নেওয়া হতে পারে।
এই শূন্যপদে আবেদনের জন্য় আবেদনকারীদের ৭৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না। অনলাইনে ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।