নয়া দিল্লি: ব্যাঙ্কে চাকরি করতে চান? তবে দারুণ সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এসবিআই-র তরফে সার্কেল বেসড অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ ১২ ডিসেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in/web/careers -এ গিয়ে আবেদন করতে হবে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে মোট ৫২৮০টি পোস্টে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে-
আহমেদাবাদ সার্কেল- ৪৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অমরাবতী সার্কেল- মোট ৪০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বেঙ্গালুরু সার্কেল- ৩৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ভোপাল সার্কেল- ৪৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ভুবনেশ্বর সার্কেল- ২৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
চণ্ডীগঢ় সার্কেল- ৩০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
চেন্নাই সার্কেল- ১২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
উত্তর-পূর্বাঞ্চল সার্কেল- ২৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
হায়দরাবাদ- ৪২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জয়পুর- ৫০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
লখনউ- ৬০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কলকাতা- ২৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মহারাষ্ট্র- ৩০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মুম্বই মেট্রো- ৯০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
নয়া দিল্লি- ৩০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
তিরুবনন্তপুরম- ২৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। অনলাইন টেস্ট, স্ক্রিনিং ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আগ্রহী আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এছাড়া মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্টরাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
এই শূন্যপদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সসীমায় ছাড় রয়েছে।
এই শূন্য়পদে আবেদনের জন্য ৭৫০টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।