নয়া দিল্লি: করোনাকালে চাকরি হারিয়েছিলেন অনেকেই। তবে ধীরে ধীরে সংক্রমণের রেশ কমতেই, তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। আপনিও যদি চাকরি খোঁজেন, তবে আপনার জন্য রয়েছে সুখবর। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চলছে নিয়োগ। ৫ হাজারেরও বেশি শূন্যপদে চলছে নিয়োগ। সরাসরি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইট sbi.co.in-এ আবেদন করা যাচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর অবধি আবেদন করা যাবে এই শূন্যপদগুলিতে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন-
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, পাঁচ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ চলছে। জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে কর্মীদের। আগামী ২৭ সেপ্টেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে। চলতি বছরের নভেম্বর মাসেই প্রাথমিক লিখিত পরীক্ষা ও ডিসেম্বর বা ২০২৩ সালের জানুয়ারি মাসে চূড়ান্ত পরীক্ষা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রথমেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in -এ যেতে হবে।
এরপর হোমপেজে ‘নিউ রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করতে হবে।
এবার প্রয়োজনীয় তথ্য অর্থাৎ নাম, যোগাযোগের জন্য ফোন নম্বর,ইমেইল আইডি, বাড়ির ঠিকানা ইত্যাদি দিতে হবে।
এর পরের ধাপে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
পরের ধাপে শিক্ষাগত যোগ্যতা ও পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানাতে হবে।
চূড়ান্ত ধাপে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে।
এরপরেই পেমেন্ট নামক একটি অপশন আসবে, সেখানে আবেদন ফি বাবদ নির্দিষ্ট টাকা জমা দিতে হবে।
টাকা জমা হয়ে গেলে রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ অগস্ট অনুযায়ী অবশ্যই ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
আবেদনকারীকে অবশ্যই কোনও সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সম যোগ্যতার কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।
জেনারেল ও ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের ফি বাবদ ৭৫০ টাকা দিতে হবে। তবে তফশিলি জাতি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কোনও আবেদন ফি দিতে হবে না।