SBI Recruitment: চাকরির ক্ষেত্রে বড় সুযোগ, অনেকগুলি পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Feb 21, 2022 | 3:19 PM

State bank Of India: অনেকেই তাই নিরাপদ ও নিশ্চিত ভবিষ্যতের লক্ষে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। সরকারি চাকরিতে আকর্ষণীয় বেতনের পাশাপাশি চাকরির নিশ্চয়তা থাকার কারণে অনেকেই সেই দিকে ঝুঁকেছেন।

SBI Recruitment: চাকরির ক্ষেত্রে বড় সুযোগ, অনেকগুলি পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক
স্টেট ব্যাঙ্কের নির্দেশ ঘিরে বিতর্ক চরমে ওঠে

Follow Us

কলকাতা: চাকরির বাজার এই মুহূর্তে অনেকটাই নিম্নমুখী। করোনা চলাকালীন অনেকেই চাকরি হারিয়েছেন। চাকরি প্রার্থীদের চাকরির অভাব আরও প্রকট হয়ে উঠেছে। অনেকেই তাই নিরাপদ ও নিশ্চিত ভবিষ্যতের লক্ষে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। সরকারি চাকরিতে আকর্ষণীয় বেতনের পাশাপাশি চাকরির নিশ্চয়তা থাকার কারণে অনেকেই সেই দিকে ঝুঁকেছেন। তবে অনেকক্ষেত্রেই সরকারি চাকরির পরীক্ষা সময়মতো হয়না এই নিয়ে পরীক্ষার্থীদের বিস্তর অভাব অভিযোগ রয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে সময়মতো পরীক্ষা হয় বলেই জানা গিয়েছে। এবার বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দেশের সবথেকে বড় রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে ৪৮ জনকে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।

কোন কোন পদে নিয়োগ

১. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট): শূন্যপদ ১৫
২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রুটিং অ্যান্ড সুইচিং): শূন্যপদ ৩৩

কীভাবে আবেদন করবেন

১. প্রথমেই স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এ চলে যেতে হবে।

২. এবার ‘careers’-এ ক্লিক করুন

৩. সেখান থেকে ‘specialist cadre officers’- এ ক্লিক করতে হবে।

৪. এরপর আবেদনকারীর যাবতীয় তথ্য পূরণের পর আবেদনপত্র জমা করে দিতে হবে।

বয়সের উর্ধ্বসীমা ও শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রুটিং অ্যান্ড সুইচিং) দুটি পদের জন্যই আবেদনকারীর বয়স ৩১ অগস্ট ২০২১ অনুসারে ৪০ বছর বা তার কম হতে হবে। আবেদনকারীকে প্রথম বিভাগে স্নাতক উত্তীর্ণ হতে হবে। আ

আবেদনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২ এবং সম্ভবত ২০ মার্চ ২০২২ সালে লিখিত পরীক্ষা হবে। স্টেট ব্যাঙ্কের প্রকাশি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন : Post Poll Violence: কেন ডাকা হল না তৃণমূল বিধায়ককে? সিবিআই-এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ সরকারের দাদা

আরও পড়ুন : Karnataka Hijab Row: হিজাব বিতর্কে নয়া মোড়, উল্টো পথে হেঁটে ইউনিফর্মের নিয়মই বাতিল করল কলেজ!

Next Article