
রাজ্য়ের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে (Kolkata Municipal Corporation) বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানুন এই প্রতিবেদন থেকে।
নিয়োগকারী সংস্থা:
পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন
পদের নাম :
সাব অ্য়াসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (Sub Assistant Engineer Mechanical)
মোট শূন্যপদ:
১০ টি
বেতন:
পে লেভেল ১২ অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করতে হবে। এই বিষয়ে এর থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়সের হিসেব করা হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
অনলাইনেই করা যাবেন আবেদন। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
আবেদনমূল্য:
জেনারেল ও ওবিসি প্রার্থীদের প্রসেসিং ফি সহ মোট ২০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের কেবলমাত্র প্রসেসিং ফি বাবদ ৫০ টাকা করে দিতে হবে।
নিয়োগ পদ্ধতি:
লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
৩০ এপ্রিল পর্য্ন্ত করা য়াবে আবেদন