NEET PG Exam Rules: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট!

NEET PG Exam Rules: ন্যাশানাল এলিজিবিটি এন্ট্রান্স টেস্ট (NEET-PG 2025) একটি মাত্র শিফটে আয়োজন করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যাতে পুরো পরীক্ষার প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা যায়।

NEET PG Exam Rules: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট!

May 31, 2025 | 4:17 PM

ন্যাশানাল এলিজিবিটি এন্ট্রান্স টেস্ট (NEET-PG 2025) একটি মাত্র শিফটে আয়োজন করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যাতে পুরো পরীক্ষার প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা যায়। আদালতের নির্দেশ অনুসারে, এবার থেকে এই পরীক্ষা দুটি শিফটের পরিবর্তে শুধুমাত্র একটি শিফটে অনুষ্ঠিত হবে।

আদালত রায়ে জানিয়েছে, “পরীক্ষা দুটি শিফটে নেওয়া হলে স্বচ্ছতা নষ্ট হয় এবং সকলের জন্য সমান সুযোগ তৈরি হয় না। কারণ, দুটি শিফটের প্রশ্নপত্র কখনোই সমান মাত্রার সহজ বা কঠিন হতে পারে না। যদিও গত বছর নির্দিষ্ট পরিস্থিতির কারণে পরীক্ষা দুটি শিফটে নেওয়া হয়েছিল, কর্তৃপক্ষের উচিত ছিল এবার একটি শিফটে পরীক্ষা আয়োজনের বিষয়টি বিবেচনা করা।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে জাতীয় পরীক্ষা বোর্ডের (NBE) দুই শিফটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল বাদী পক্ষ। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চে চলে মামলা।

জাতীয় পরীক্ষাবোর্ড জানিয়েছে, NEET-PG পরীক্ষা আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে, এবং এটি কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হবে। পরীক্ষার ফলাফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত বহু চিকিৎসা প্রার্থীকে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে, কারণ এটি পরীক্ষায় সমান সুযোগ ও নিরপেক্ষতা নিশ্চিত করবে।