
নয়াদিল্লি: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন (NIN) একাধিক পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুনিয়র মেডিক্যাল অফিসার, সিনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট অ্যাসিট্যান্ট, ফিল্ড ওয়ার্কার এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিট্যান্ট পোস্টের জন্য নিয়োগ করবে এনআইএন। সব মিলিয়ে এই সব পদে মোট ৬৯ জনকে নিয়োগ করবে তারা। এই সব পদে আবেদনের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত বেতন দেওয়া হবে তা বিস্তারিত দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনে জুনিয়র মেডিক্যাস অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীকে এমবিবিএস বা বিডিএস পাশ করতে হবে। সিনিয়র রিসার্চ ফেলো পদের জন্য ফুড অ্যান্ড নিউট্রিশনে স্নাতকোত্তর কোর্সে পাশ করতে হবে। ফিল্ড ওয়ার্কার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই হবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিট্যান্ট পদের জন্য সায়েন্সের কোনও বিষয়ে স্নাতক পাশ করতে হবে। এর মধ্যে সিনিয়র রিসার্চ ফেলো পদের জন্য আবেদনের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর। বাকি সব পদের জন্য আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
এই সব পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। এই লিঙ্কে ক্লিক করে দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি।