Government Job Opportunities: নগর পরিকল্পনা নিয়ে পড়াশোনা করলে রয়েছে সরকারি চাকরির সুযোগ! জানুন কোথায়?

Government Job Opportunities: শহর উন্নয়ন, নীতি প্রণয়ন, এবং টেকসই নগর ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চান, তাদের জন্য Urban Planning যুগোপযোগী ও সম্মানজনক ক্ষেত্র। তবে কাজ করতে চাই বললেই কিন্তু হল না। চাই সঠিক পড়াশোনা। ভারতে কোথায় কোথায় এই বিষয় নিয়ে পড়তে পারবেন জানেন?

Government Job Opportunities: নগর পরিকল্পনা নিয়ে পড়াশোনা করলে রয়েছে সরকারি চাকরির সুযোগ! জানুন কোথায়?

May 17, 2025 | 5:21 PM

নগর পরিকল্পনা বা Urban Planning এমন একটি ক্ষেত্র যা শহর, নগর ও জনবসতির কাঠামোগত উন্নয়ন, পরিবহন ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের মতো দ্রুত নগরায়নশীল দেশে এই বিষয়ের চাহিদা অত্যন্ত বেশি। তাই যারা শহর উন্নয়ন, নীতি প্রণয়ন, এবং টেকসই নগর ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চান, তাদের জন্য Urban Planning যুগোপযোগী ও সম্মানজনক ক্ষেত্র। তবে কাজ করতে চাই বললেই কিন্তু হল না। চাই সঠিক পড়াশোনা। ভারতে কোথায় কোথায় এই বিষয় নিয়ে পড়তে পারবেন জানেন?

১। School of Planning and Architecture (SPA), New Delhi

Urban Planning-এর জন্য ভারতের সেরা ও সর্বাধিক স্বীকৃত প্রতিষ্ঠান বললেও খুব একটা ভুল বলা হবে না। B.Plan (Bachelor of Planning), M.Plan (Urban Planning, Regional Planning, Environmental Planning) কোর্স অফার করে এই প্রতিষ্ঠান।

২। CEPT University, Ahmedabad

Bachelor of Urban Planning, Master of Urban and Regional Planning মতো কোর্স রয়েছে। প্র্যাকটিকাল ভিত্তিক শিক্ষা, বাস্তব প্রজেক্টের ওপর জোর দেওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের বেশ নাম রয়েছে।

৩। IIT Kharagpur – Department of Architecture and Regional Planning

এখানে Urban Planning নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা সুযোগ রয়েছে। রয়েছে M.Tech in City Planning কোর্স। এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হল গবেষণা ও টেকনিক্যাল অ্যাপ্রোচে জোর দেওয়া।

এছাড়াও SPA Bhopal এবং SPA Vijayawada, National Institute of Technology (NITs), Other Universities & Institutions, Jamia Millia Islamia, Delhi মতো বহু প্রতিষ্ঠানে এই বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

কেন ভারতে Urban Planning পড়বেন?

১। অত্যন্ত চাহিদাসম্পন্ন ক্যারিয়ার। ভারতের শহরগুলো দ্রুত বেড়ে চলেছে। বিশাল জনসংখ্যা, পরিবেশগত সমস্যা, পরিকাঠামোর ঘাটতি এই সবই কিন্তু Urban Planning-এর মধ্যেই পড়ে।

২। সরকারের পক্ষ থেকে ‘Smart Cities Mission’, ‘AMRUT’ বা ‘Housing for All’ ইত্যাদি প্রকল্পও চালু করেছে। এই সব কিছুতেই কিন্তু Urban Planners-এর বড় ভূমিকা রয়েছে।

এছাড়াও প্র্যাকটিকাল প্রজেক্ট, ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ রয়েছে।

জনজীবনের মান উন্নত করতে এবং নীতিনির্ধারণে ভূমিকা রাখতে চাইলে, Urban Planning তাদের জন্য সঠিক পছন্দ। ভারতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়ে পড়া মানে শুধু একটি ডিগ্রি অর্জন নয়, বরং একটি টেকসই ও প্রভাবশালী ক্যারিয়ারের পথ তৈরি।