Tourist Guide Recruitment: টুরিস্ট গাইড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত! বিনামূল্য প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jun 01, 2022 | 8:23 PM

West Bengal Government: নেশাকেই যদি পেশা করে নেওয়া সুযোগ মেলে তবে কেমন হয়? বর্তমান সময়ে যেভাবে চাকরির আকাল চলছে, তাতে করে অনেকেই নিশ্চিত চাকরির সন্ধান করছেন।

Tourist Guide Recruitment: টুরিস্ট গাইড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত! বিনামূল্য প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: আমাদের আশেপাশে এমন অনেকেই রয়েছেন যাঁরা ঘুরতে ভালবাসেন। ব্যাগপত্র গুছিয়ে মাঝে মধ্যেই অজানার উদ্দেশে হারিয়ে যেতে ভালবাসেন। নেশাকেই যদি পেশা করে নেওয়া সুযোগ মেলে তবে কেমন হয়? বর্তমান সময়ে যেভাবে চাকরির আকাল চলছে, তাতে করে অনেকেই নিশ্চিত চাকরির সন্ধান করছেন। যাঁরা ঘুরতে ভালবাসেন এবং জীবনযাপনের জন্য একটি চাকরি খুঁজছেন, তাদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে প্রথমবারের জন্য টুরিস্ট গাইড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। টুরিস্ট গাইড ও ভেটেরান টুরিস্ট গাইড পদে নিয়োগ করা হবে।

টুরিস্ট গাইড

শিক্ষাগত যোগ্যতা: আবেদনের জন্য সরকার স্বীকৃত যে কোনও বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারীকে ইতিহাস, সংস্কৃতি এবং পর্যটন সম্পর্কে আগ্রহী হতে হবে।

বয়সসীমা: এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

প্রশিক্ষণের মেয়াদ: সরকারের তরফে আবেদনকারীদের মোট ৪ সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যটনের বিভিন্ন দিক, পর্যটকদের উৎসাহী করে তোলা সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ভেটেরান টুরিস্ট গাইড

শিক্ষাগত যোগ্যতা: এই পদে প্রশিক্ষণের জন্য অষ্টম শ্রেণির পাশ হতে হবে। পাশাপাশি ৩ বছর একজন গাইড হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়ো IITF এবং IITG পদে সার্টিফিকেশন থাকা প্রয়োজন।

বয়সসীমা: এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

প্রশিক্ষণের মেয়াদ: ২ সপ্তাহ

আবেদন পদ্ধতি: www.wbtourism.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অথবা মালদা সদর মহকুমা শাসকের কার্যালয়ে যোগযোগ করতে হবে।

বিস্তারিত জানতে এবং বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Next Article