Police Constable Recruitment: ৬০ হাজারেরও বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদনে দেরি করবেন না

উত্তর প্রদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ করে পেমেন্ট করতে হবে অনলাইন বা অফলাইন মোডে। ৪০০ টাকা ফি জমা দিতে হবে। ২৭ ডিসেম্বর থেকেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ১৬ জানুয়ারি অবধি।

Police Constable Recruitment: ৬০ হাজারেরও বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদনে দেরি করবেন না
প্রতীকী ছবি

| Edited By: অংশুমান গোস্বামী

Dec 29, 2023 | 7:00 AM

লখনউ: পুলিশের কনস্টেবল পোস্টে বিপুল নিয়োগ করতে চলেছে উত্তর প্রদেশ সরকার। উত্তর প্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ড ৬০ হাজার ২৪৪টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছে। মহিলা এবং পুরুষ পদে কত জনকে নেওয় হবে, শারীরিক মাপঝোক কী রকম হতে হবে, তা বিস্তারিত দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এই চাকরি পেতে শারীরিক সক্ষমতার পরীক্ষাও দিতে হবে।

উত্তর প্রদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ করে পেমেন্ট করতে হবে অনলাইন বা অফলাইন মোডে। ৪০০ টাকা ফি জমা দিতে হবে। ২৭ ডিসেম্বর থেকেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ১৬ জানুয়ারি অবধি। ১৮ জানুয়ারি অবধি ফি জমা দেওয়া যাবে। এই পদে আবেদনের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

তবে শারীরিক পরীক্ষার শর্তাবলী মেয়ে ও ছেলেদের ক্ষেত্রে ভিন্ন। মাপঝোকেও ফারাক রয়েছে। শারীরিক পরীক্ষায় ছেলেদের ২৫ মিনিটে ৪.৮ কিলোমিটার ছুটতে হবে। মেয়েদের সেখানে ২.৪ কিলোমিটার ছুটলেই হবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।