AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশ, কমল শূন্যপদের সংখ্যা

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এ বছর ইউপিএসসি-তে ১০৫৬টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে অবশ্য বেশ কিছু আসন সংরক্ষিত রয়েছে। গত বছর ইউপিএসসি-তে শূন্যপদের সংখ্যা ছিল ১১০৫টি। অর্থাৎ এ বছর শূন্য পদ কিছুটা হলেও কমেছে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার নিয়োগ পদ্ধতিকে তিন ভাবে বিভক্ত। প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং পার্সোলনিটি পরীক্ষা।

UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশ, কমল শূন্যপদের সংখ্যা
ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা
| Updated on: Feb 15, 2024 | 9:00 AM
Share

নয়াদিল্লি: ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার (UPSC Civil Service Exam 2024) বিজ্ঞপ্তি প্রকাশিত হল ১৪ ফেব্রুয়ারি, বুধবার। সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার বসার যোগ্যতামান যাঁদের আছে, তাঁরা এখন থেকেই রেজিস্ট্রেশন করতে পারবেন। ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। ইউপিএসসি-র প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিনক্ষণ, শূন্যপদের সংখ্যা, পরীক্ষার ধরনের বিষয়ে বিস্তারিত উল্লেখিত হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এ বছর ইউপিএসসি-তে ১০৫৬টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে অবশ্য বেশ কিছু আসন সংরক্ষিত রয়েছে। গত বছর ইউপিএসসি-তে শূন্যপদের সংখ্যা ছিল ১১০৫টি। অর্থাৎ এ বছর শূন্য পদ কিছুটা হলেও কমেছে।

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার নিয়োগ পদ্ধতিকে তিন ভাবে বিভক্ত। প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং পার্সোলনিটি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে তবেই মেন পরীক্ষায় বসার সুযোগ মেলে। তাতে পাশ করলে পার্সোনালিটি পরীক্ষায় ডাক পরে। প্রতি বছর ১০ লক্ষাধিক প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করেন। গত বছর আবেদন করেছিলেন প্রায় ১৩ লক্ষ। এর মধ্যে মেন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন মাত্র ১৪ হাজার ৬০০ জন।

২০২৪ সালের সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৬ মে। মেন পরীক্ষার দিন ঘোষণা হয়নি। তবে তা সেপ্টেম্বরের শেষ সপ্তাহ নাগাদ হতে পারে।