Visva Bharati Recruitment 2023: বিশ্বভারতীতে ৭০০-রও বেশি শূন্যপদে চলছে কর্মী নিয়োগ, এই সুযোগ হাতছাড়া করবেন না কিছুতেই…

Visva Bharati Recruitment 2023: বিশ্বভারতীর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমটিএস, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, সেকশন অফিসার, স্টেনোগ্রাফার সহ মোট ৭০৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

Visva Bharati Recruitment 2023: বিশ্বভারতীতে ৭০০-রও বেশি শূন্যপদে চলছে কর্মী নিয়োগ, এই সুযোগ হাতছাড়া করবেন না কিছুতেই...
ফাইল চিত্র

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 20, 2023 | 7:34 AM

কলকাতা: চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। রাজ্যের অন্যতম নামী এবং একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মী নিয়োগ। বীরভূমের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কর্মী নিয়োগ। বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের তরফে জানানো হয়েছে, মাল্টিপল টাস্ক ফোর্স সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৭০৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট vbharatirec.nta.ac.in – এ  গিয়ে আবেদন করতে পারেন।

বিশ্বভারতীর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমটিএস, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, সেকশন অফিসার, স্টেনোগ্রাফার সহ মোট ৭০৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৬ মে অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।

নির্বাচন পদ্ধতি-

যোগ্য় প্রার্থীদের বেছে নেওয়ার জন্য লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষা করা হবে।নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আগ্রহী আবেদনকারীরা বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট vbharatirec.nta.ac.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট vbharatirec.nta.ac.in- এ ক্লিক করতে হবে।

এরপরে হোমপেজে ‘বিশ্বভারতী রিক্রুটমেন্ট টেস্ট-২০২৩ অনলাইন রেজিস্ট্রেশন’ – এ ক্লিক করুন।

এবার নিজের নান রেজিস্টার করুন এবং আবেদনপত্র পূরণ করতে হবে।

এবার প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন এবং আবেদন ফি জমা দিন।

পরবর্তী সময়ে সুবিধার জন্য আবেদন ফি-র একটি প্রিন্ট আউট করে নিন।

আবেদন ফি-

গ্রুপ এ- পদগুলি (অ্যাকাডেমিক লেভেল)- এ আবেদনের জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ২ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি-উপজাতির আবেদনকারীদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

গ্রুপ সি পদে যারা আবেদন করতে চান, সেক্ষেত্রে জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ৯০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। জনজাতি-উপজাতি শ্রেণির আবেদনকারীদের ২২৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে।