
মিশন সিঁদুরের পর থেকেই গোটা ভারতের আইডল হয়ে উঠেছেন ভারতীয় বায়ুসেনার দুই আধিকারিক। কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কম্যান্ডার ব্যোমিকা সিং। আপনিও কি এঁদের মতোই ভারতীয় বায়ুসেনায় কাজ করার স্বপ্ন দেখেন?
ভারতীয় বায়ুসেনা (IAF) অগ্নিপথ প্রকল্পের অধীনে Agniveer Vayu পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। গত ১১ জুলাই থেকেই শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in-এ অনলাইনে আবেদন করতে পারবেন। জানা গিয়েছে এই নিয়োগ অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য, চার বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। নির্বাচনী পরীক্ষা শুরু হবে ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে। কারা কারা আবেদন জানাতে পারবেন?
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান বিভাগের জন্য প্রার্থীকে অবশ্যই গণিত, পদার্থবিজ্ঞান ও ইংরেজি নিয়ে ইন্টারমিডিয়েট বা ১০+২ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোট নম্বরে ৫০ শতাংশ এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
আবার তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স (Mechanical / Electrical / Electronics / Automobile / Computer Science / Instrumentation Technology / Information Technology) উত্তীর্ণ হলে তাঁরাও আবেদন জানাতে পারবেন। তবে পাস হতে হবে যে কোনও স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। পেতে হবে মোট নম্বরের ৫০ শতাংশ এবং ইংরেজিতে ৫০ শতাংশ। ডিপ্লোমা কোর্সে ইংরেজি না থাকলে ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিকুলেশনে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
২ বছরের ভোকেশনাল কোর্স (Physics ও Mathematics সহ) উত্তীর্ণ হতে হবে। মোট নম্বরের ৫০ শতাংশ থাকাটা গুরুত্বপূর্ণ।
বিজ্ঞান ছাড়া অন্যান্য যে কোনও বিষয়ের উপর ইন্টারমিডিয়েট বা ১০+২ বা সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ মোট নম্বর ও ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হলে আবেদন জানাতে পারবেন।
কীভাবে আবেদন করবেন?
অফিসিয়াল ওয়েবসাইটে agnipathvayu.cdac.in যেতে হবে। ‘Announcement’ সেকশনে ক্লিক করতে হবে।
প্রথমে নিজের সব ডিটেলস দিয়ে রেজিস্টার করুন। রেজিস্ট্রেশন সফল হলে আবেদন ফর্ম পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে, ফি জমা দিতে হবে এবং আবেদন সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
১। ক্লাস ১০-এর পাশের সার্টিফিকেট।
২। ইন্টারমিডিয়েট / ১০+২ মার্কশিট অথবা
৩। তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার ফাইনাল ইয়ার মার্কশিট (যদি ডিপ্লোমার ভিত্তিতে আবেদন করেন) এবং ইন্টারমিডিয়েট / ম্যাট্রিকুলেশন মার্কশিট (যদি ইংরেজি ডিপ্লোমাতে না থাকে)।
৪। দুই বছরের ভোকেশনাল কোর্সের মার্কশিট (Physics, Mathematics ও English সহ)।
৫। উচ্চশিক্ষা বা অতিরিক্ত দক্ষতা সংক্রান্ত সার্টিফিকেট (যদি থাকে)।
৬। সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি (জুন ২০২৪-এর আগে তোলা নয়), ১০–৫০ কেবি সাইজ। ছবি তোলার সময় প্রার্থীর বুকে একটি কালো স্লেট থাকতে হবে, যাতে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে প্রার্থীর নাম ও ছবি তোলার তারিখ সাদা চক দিয়ে লেখা থাকতে হবে।
৭। প্রার্থীর বাম হাতের আঙুলের ছাপ (১০–৫০ কেবি)।
৮। প্রার্থীর সিগনেচার (১০–৫০ কেবি)।
৯। যদি প্রার্থী ১৮ বছরের নিচে হন, তাহলে বাব-মা বা অভিভাবকের সিগনেচার (১০–৫০ কেবি)।
তরুণ প্রজন্মের জন্য ভারতীয় বায়ুসেনায় যোগ দেওয়ার এক অসাধারণ সুযোগ। আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।