WBCS Recruitment: বাংলায় চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খবর, কয়েক হাজার শূন্য পদে নিয়োগ, স্নাতক পাশ করলেই ন্যূনতম বেতন ৫৬ হাজার টাকা
WBCS Recruitment: ন্যূনতম যোগ্যতা স্নাতক। বেতন হতে পারে ৫৬ হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত।
কলকাতা: বাংলায় চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। এ বছর পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার বিজ্ঞপ্তি বের হল। কয়েকশো শূন্য পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ন্যূনতম যোগ্যতা স্নাতক। বেতন হতে পারে ৫৬ হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত।
পদ
পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকের ব্লক ডেভলপমেন্ট অফিসার, কর্মাশিয়াল ট্যাক্স অফিসার, এক্সাইজ অফিসার, কো-অপারেটিভ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, লেবার অফিসার, ফুড অ্যান্ড সাপ্লাই অফিসার, এমপ্লয়মেন্ট অফিসার, রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অফিসার, রাজ্য় পুলিশের ডিএসপি, জয়েন্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার-সহ একাধিক পদে নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন।
বয়স
চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে। উল্লেখ্য, বয়স অবশ্যই বিচার করতে হবে ১.১.২০২২ সালের হিসাবে। তবে তফশিলি সম্প্রদায়ের ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা ৫ বছর, ওবিসি সম্প্রদায়ের ক্ষেত্রে ৩ বছর ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সে ছাড় থাকবে। তবে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অনান্য রাজ্যের তফশিলি ও ওবিসি সম্প্রদায়ের ছেলেমেয়েরা বয়সে ছাড় পাবেন না। তাঁরা সাধারণ প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন।
আরও একটি বিষয় উল্লেখ্য। চাকরিপ্রার্থীদের বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে। তবে পাহাড়ি এলাকায় দার্জিলিঙ ও তরাই অঞ্চলে চাকরির ক্ষেত্রে নেপালি ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে।
WBCS পরীক্ষার মাধ্যমে চারটি গ্রুপে নিয়োগ হবে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ হবে।
বেতন
মূল মাইনে ৫৬,১০০- ১,৪৪,৩০০ টাকা। তবে গ্রুপ ডি পদে প্রার্থীদের ক্ষেত্রে বেতন ৩২,১০০-৮২,৯০০টাকা।
আবেদন করার পদ্ধতি আবেদন করা যাবে কেবল অনলাইনে। ৩ -২৪ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। www.pscwbonline.gov.in এই আইডি-তে মেল করতে পারবেন। টাকাও অনলাইনে বা অফলাইনে পাঠাতে পারবেন। অফলাইনে টাকা দিতে পারবেন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানে। বিশদ জানতে ফোন করুন ০৩৩-২২৬২৪১৮১,০৩৩-৪০০৩৫১০৪ নম্বরে।