WBMSC Recruitment 2024: পুরসভায় চাকরির দারুণ সুযোগ, মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন, জানুন বিস্তারিত

WBMSC Recruitment 2024: এবার রাজ্যের বিভিন্ন পুরসভায় শুরু হল কর্মী নিয়োগ। সম্প্রতিই পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুনিয়াদপুর পুরসভায় সাব-অ্য়াসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল), অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

WBMSC Recruitment 2024: পুরসভায় চাকরির দারুণ সুযোগ, মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন, জানুন বিস্তারিত
ফাইল চিত্রImage Credit source: Facebook

|

Jan 08, 2024 | 6:00 AM

কলকাতা: রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার রাজ্যের বিভিন্ন পুরসভায় শুরু হল কর্মী নিয়োগ। সম্প্রতিই পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুনিয়াদপুর পুরসভায় সাব-অ্য়াসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল), অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি West Bengal Municipal Service Commission- এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন।

শূন্যপদ-

সাব-অ্য়াসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

অ্যাকাউন্টেন্ট

ক্যাশিয়ার

স্যানিটারি ইন্সপেক্টর

স্যানিটারি অ্যাসিস্টেন্ট

ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

নিয়োগ পরীক্ষা-

লিখিত পরীক্ষা ও ব্যক্তিত্বের পরীক্ষার মাধ্যমে যোগ্য় প্রার্থীদের বাছাই করা হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। ১০০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। ৪০ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে।

শিক্ষাগত যোগ্যতা-

যারা সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করবেন, তাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। বিটেক ডিগ্রিপ্রাপ্তরাও এই পদে আবেদন করতে পারেন।

অ্যাকাউন্টেন্ট পদে যারা আবেদন করবেন, তাদের বাণিজ্যে স্নাতক হতে হবে।

বাকি শূন্যপদগুলির ক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা-

এই শূন্যপদগুলিতে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ৪০ বছর ধার্য করা হয়েছে।