WBNC Recruitment: ক্লাস এইট পাশেই রাজ্য়ে সরকারি চাকরিতে নিয়োগ, এ সুযোগ হাতছাড়া করবেন না

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 19, 2023 | 7:38 AM

WBNC Recruitment: রাজ্যে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের তরফে নিয়োগ করা হচ্ছে। অষ্টম শ্রেণি পাশেই করা যাবে আবেদন।

WBNC Recruitment: ক্লাস এইট পাশেই রাজ্য়ে সরকারি চাকরিতে নিয়োগ, এ সুযোগ হাতছাড়া করবেন না
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

আর্থিক মন্দায় ধুঁকছে গোটা বিশ্ব। ভারতেও জুনের পরই আর্থিক মন্দা আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। এর মধ্যে একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। এই আবহে অষ্টম শ্রেণি পাশেই চাকরিতে নিয়োগ চলছে রাজ্যে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের তরফে এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে জেনে নিন বিস্তারিত।

নিয়োগকারী সংস্থা:

পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল (West Bengal Nursing Council)

পদের নাম:

গ্রুপ ডি অ্যাসিসট্যান্ট (Group-D Assistant)

মোট শূন্যপদের সংখ্যা:

১ টি পদের জন্যই চলছে নিয়োগ

নিয়োগস্থল:

কলকাতাতেই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

WBNC-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে অন্তত অষ্টম শ্রেণি পাশ করতে হবে।

বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৭ বছর হতে হবে।

আবেদনমূল্য :

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।

আবেদন প্রক্রিয়া:

অফলাইনেই করতে হবে আবেদন। Registrar, West Bengal Nursing Council, Purta Bhavan, 3rd Floor, Room No- 302, DF Block, Salt Lake City, Sec-I, Kolkata-700091 এই ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন করার শেষ তারিখ:

২৭ জানুয়ারি অবধি করা যাবে আবেদন।

 

Next Article