
কলকাতা: পশ্চিমবঙ্গ ইএসআই মেডিক্যাস সার্ভিসে লোক নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। জেনারাল ডিউটি মেডিক্যাল অফিসার পদে ৩০০ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি নিয়োগের বিভিন্ন শর্তের বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে।
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করতে হবে। সেই সঙ্গে ন্যূনতম ৬ মাসের হাউস স্টাফ হিসাবে কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। ৪০ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
২১ সেপ্টেম্বর থেকেই এই পদগুলির জন্য আবেদন গ্রগণ শুরু হয়েছে। ১২ অক্টোবর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন করতে হবে। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।