West Bengal Job: অনলাইনের মাধ্যমে প্রাথমিক স্কুলে শারীরিক শিক্ষক পদে একাধিক নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 29, 2021 | 5:50 PM

West Bengal Job: বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী সারা রাজ্যে মোট ৮৩৮৬টি শূন্য পদে শরীর শিক্ষার শিক্ষক নিয়োগ করা হবে। তবে প্রাথমিকভাবে ৩৫২৩টি পদে এই নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

West Bengal Job: অনলাইনের মাধ্যমে প্রাথমিক স্কুলে শারীরিক শিক্ষক পদে একাধিক নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: করোনা মহামারীর প্রভাব কাটিয়ে ধীরে ধীরে উন্নতি হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা। গত দু বছর ধরে দেশে চলা লকডাউনের কারণে দেশের অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের উপরও বিশাল প্রভাব পড়তে দেখা গিয়েছিল। কিন্তু দেশ করোনার প্রভাব ধীরে ধীরে কাটিয়ে উঠে গতি ফিরছে কর্মসংস্থানের বাজারে। বেসরকারি সংস্থানগুলির পাশাপাশি সরকারি চাকরির ক্ষেত্রেও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে। এই অবস্থায় চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বিহারে শারীরিক শিক্ষক পদে প্রচুর নিয়োগ হতে চলেছে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই বিহারে এই পদে নিয়োগ বন্ধ রাখা হয়েছিল।

সম্প্রতি বিহার শিক্ষা বিভাগ রাজ্যের প্রতিটি সরকারি প্রাথমিক স্কুলে একজন করে শরীর শিক্ষার শিক্ষক নিয়োগের নির্দেশ জারি করেছে। যা চলতি অতিমারীর কালে কর্মপ্রার্থীদের জন্য বিরাট সুখবর বয়ে এনেছে।

শূন্য পদ, আবেদন পদ্ধতি, বেতন

বিহার শিক্ষক নিয়োগ বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী সারা রাজ্যে মোট ৮৩৮৬টি শূন্য পদে শরীর শিক্ষার শিক্ষক নিয়োগ করা হবে। তবে প্রাথমিকভাবে ৩৫২৩টি পদে এই নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রসঙ্গত ২০১৯ সালে বিহার স্কুল পরীক্ষা কমিশন SCERT-এর মাধ্যমে এখটি পরীক্ষা নিয়েছিল। ওই পরীক্ষায় মোট ৩৫২৩ জন আবেদনকারী কোয়ালিফাই করতে সফল হয়েছিল। ফলে প্রাথমিকভাবে তাদেরই আগে নিয়োগ করা হবে সরকারি খরচ বাঁচাতে।

ইতিমধ্যেই এই পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্থীদের এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। বিহার শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.biharboard.ac.in -এর মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে বিহার শিক্ষক নিয়োগ বোর্ডের নির্দেশিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রার্থীরা ভালভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। নির্দেশিকা অনুযায়ী আবেদন না করলে আবেদনটি বাতিল করা হতে পারে।
এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে বেতন হিসেবে ৮,০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও অন্যান্য খরচ বাবদ দেওয়া হবে অতিরিক্ত ২০০ টাকা।

আরও পড়ুন: West Bengal Job: পরীক্ষা ছাড়াই সরাসরি শতাধিক সহকারী অধ্যাপক পদে নিয়োগ সরকারি কলেজে, জানুন বিস্তারিত

Next Article