Asha Worker Recruitment: মহিলাদের জন্য বড় সুযোগ! আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, যোগ্যতা মাধ্যমিক পাশ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 17, 2022 | 10:00 AM

Asha Worker Recruitment: আবারও আরেকটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার আলিপুরদুয়ার জেলাতে আশাকর্মী নিয়োগ করবে রাজ্য সরকার।

Asha Worker Recruitment: মহিলাদের জন্য বড় সুযোগ! আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, যোগ্যতা মাধ্যমিক পাশ
ফাইল ছবি

Follow Us

কলকাতা: যতদিন যাচ্ছে, চাকরির আকাল ততটাই প্রকট হচ্ছে। করোনা অতিমারির কারণে চাকরির বাজার আরও নিম্নমুখী। অনেকেই পরিবারের পাশে দাঁড়াতে চান, কিন্তু হন্যে হয়ে ঘুরে বেরিয়েও মিলছে না কোনও চাকরি। সরকারি চাকরি বিজ্ঞপ্তিও নিয়মিত প্রকাশিত হচ্ছে না, সেই কারণে যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরও বিস্তর সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এবার মহিলা চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। আবারও আরেকটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার আলিপুরদুয়ার জেলাতে আশাকর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। এই পদে আবেদনের জন্য আবেদনের জন্য ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আশাকর্মী পদে আবেদনের জন্য আর কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এক নজরে দেখে নেওয়া যাক…

আশাকর্মী পদে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার উত্তীর্ণ হওয়া প্রয়োজন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন, তবে সেই যোগ্যতার জন্য অগ্রাধিকার মিলবে না। এছাড়াও আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। বিবাহিত, বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।

বয়স: এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি: এই পদে শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র যোগ করে বিডিও অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন

প্রয়োজনীয় নথিপত্র: এই পদে আবেদনের জন্য পূরণ করা ফর্মের সঙ্গে নিম্ন লিখিত নথিগুলি জমা দিতে হবে।

১. ঠিকানার প্রমাণপত্র ২. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৩. প্রার্থীর বয়সের প্রমাণপত্র ৪. প্রার্থীয় জাতিগত শংসাপত্র ৫. সাম্প্রতিক তোলা ও সই করা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। ৬) ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি ৭) বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র এবং বিবাহ বিচ্ছিন্না হলে তাঁর শংসাপত্র, ৮) ৫ টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম

Next Article