মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। রাজ্যের আরও একটি জেলার দুটি প্রশাসনিক বিভাগে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হুগলি জেলার চন্দননগর এবং হুগলি সদর মহাকুমায় আশাকর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য আবেদনের জন্য ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সব মিলিয়ে মোট ১০৮টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার উত্তীর্ণ হওয়া প্রয়োজন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন, তবে সেই যোগ্যতার জন্য অগ্রাধিকার মিলবে না। এছাড়াও আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। তবে শুধুমাত্র বিবাহিত, বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: এই পদে শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র যোগ করে বিডিও অফিসে জমা দিতে হবে। মুখবন্ধ খামের ওপর ৫ টাকার ডাকটিকিট যোগ পোস্ট অথবা বিডিও অফিসে থাকা ড্রপবক্সে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। ২৫ জুলাই বিকেল সাড়ে ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ছুটির দিন এবং রবিবার আবেদনপত্র গ্রহণ করা হবে না।
নিয়োগের স্থান: হুগলির চন্দননগর মহকুমার সিঙ্গুর, হরিপাল এবং তারকেশ্বর ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় নথিপত্র: এই পদে আবেদনের জন্য পূরণ করা ফর্মের সঙ্গে নিম্ন লিখিত নথিগুলি জমা দিতে হবে।
১) ঠিকানার প্রমাণপত্র ২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৩) প্রার্থীর বয়সের প্রমাণপত্র ৪) প্রার্থীয় জাতিগত শংসাপত্র ৫) সাম্প্রতিক তোলা ও সই করা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। ৬) ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি ৭) বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র এবং বিবাহ বিচ্ছিন্না হলে তাঁর শংসাপত্র, ৮) ৫ টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম
হুগলি সদর মহকুমার জন্য বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
চন্দননগর মহকুমার জন্য বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।