কলকাতা : পড়াশোনা করার সময় থেকেই কি সরকারি চাকরিই লক্ষ্য! সরকারি চাকরিকে পাখির চোখ করেই কি জীবনপথে এগিয়ে গিয়েছেন! এরকম অনেকেই রয়েছেন যাঁরা প্রথম থেকেই সরকারি চাকরি করার পরিকল্পনা নিয়ে থাকেন। সেইমতো নিজেকে তালিমও দিতে থাকেন। পছন্দের বিষয় নিয়ে মাধ্যমিকের পর পড়াশোনা করেন। তারপর ব্যপ্তি ছোটো করে আরও একনিষ্ঠভাবে কোনও বিষয় নিয়ে পড়েন। তারপর একেবারে সরকারি চাকরির দিকে পা বাড়ান। এবার সেইসব চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে চাকরির সুযোগ।
শূন্যপদ :
৩ টি শূন্য পদে নিয়োগ চলছে। পূর্ব বর্ধমানের জেলশাসকের অফিসে প্য়ারা মেডিক্যাল কর্মীর জন্য রয়েছে ১ টি শূন্যপদ। আইন ও প্রশিক্ষণ আধিকারিক (Legal-Cum-Probation Officer) এর জন্য ১ টি শূন্যপদ। প্রচার কর্মী বা আউটরিচ ওয়ার্কার (Outreach Worker) এর জন্য রয়েছে ৩ টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা :
প্য়ারা মেডিক্যাল কর্মীর জন্য উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। নার্সিং বা ফার্মেসিতে ডিপ্লোমা হতে হবে। এবং এই ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। আইন ও প্রশিক্ষণ আধিকারিক (Legal-Cum-Probation Officer) এর জন্য আইনে স্নাতক হতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে। শিশু কল্যাণ বিভাগে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক বা সমসাময়িক পরীক্ষায় পাশ করতে হবে প্রচার কর্মী বা আউটরিচ ওয়ার্কার (Outreach Worker) পদে আবেদনের জন্য। সঙ্গে এই ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ভাল যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা :
প্য়ারা মেডিক্যাল অফিসার : ২১-৪০ বছর
আইন ও প্রশিক্ষণ আধিকারিক (Legal-Cum-Probation Officer) : ১৮-৪৫ বছর
প্রচার কর্মী বা আউটরিচ ওয়ার্কার (Outreach Worker) : ১৮-৩৫ বছর
আবেদন মূল্য :
কোনও আবেদন মূল্য লাগবে না।
বেতন :
প্য়ারা মেডিক্যাল অফিসার : মাসে ১২,০০০
আইন ও প্রশিক্ষণ আধিকারিক (Legal-Cum-Probation Officer) : মাসে ২৩,১০০
প্রচার কর্মী বা আউটরিচ ওয়ার্কার (Outreach Worker) : মাসে ১২,০০০
নির্বাচনের পদ্ধতি :
লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা, ইন্টারভিউ
আবেদনের শেষ তারিখ :
১৫ জুন অবধি করা যাবে আবেদন
বিস্তারিত জানতে ক্লিক করুন